পেশাওয়ারের পর এবার পাকিস্তানের কোয়েটায় পুলিশ লাইন্সে বিস্ফোরণ ঘটেছে। রবিবার এই বিস্ফোরণ ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা জিশান আহমেদ বলেছেন, আহতদের কোয়েটার বেসামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি জানান, বিস্ফোরণস্থলে পৌঁছেছে জরুরি সেবার টিম ও পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
বিস্ফোরণ সম্পর্কে কোনও বিবৃতি বা বক্তব্য দেয়নি পুলিশ। ফলে বিস্ফোরণের প্রকৃতি এখনও অস্পষ্ট।
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, নিরাপত্তাবাহিনীর কর্মকর্তাদের টার্গেট করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
মাত্র কয়েকদিন আগে পেশাওয়ারের পুলিশ লাইন্সের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে প্রায় ৮০ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগ ছিলেন পুলিশ সদস্য। ওই হামলারও দায় স্বীকার করেছিল টিটিপি।