ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থে সোয়ান নদীতে নদীতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) পার্থের ফ্রেম্যান্টল বন্দর এলাকায় সোয়ান নদীর একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে পুলিশকে এ বিষয়ে খবর দেওয়া হয়।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, ওই কিশোরীকে নদী থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই কিশোরী তার বন্ধুদের সঙ্গে ছিল। ওই কিশোরী নদীতে ডলফিনের একটি দল দেখে জেট স্কি থেকে লাফ দিয়ে সাঁতার কাটতে যায়। তখনই হাঙর আক্রমণ করে তাকে।
তবে, ওই কিশোরীকে কী ধরনের হাঙর আক্রমণ করেছে, তা কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি।
এ ঘটনায় ফ্রেম্যান্টলের আশপাশে সোয়ান নদীতে নামার ক্ষেত্রে জনসাধারণকে বাড়তি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।