আমেরিকায় জব্দ হওয়া রুশ ব্যবসায়ীর অর্থ ইউক্রেনকে দিয়ে দেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
সিএনএনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওয়াশিংটনে ইউক্রেনের আইনজীবী অ্যান্ড্রি কোস্টিনের সঙ্গে বৈঠকে গারল্যান্ড এমনটি জানান।
ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইউক্রেনে ব্যবহারের জন্য বাজেয়াপ্ত করা রুশ সম্পদ দেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছি। ’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার দিয়ে গত বছরের এপ্রিলে রুশ ব্যবসায়ী কনস্ত্যান্তিন মালোফেয়েভের সম্পদ বাজেয়াপ্ত করে যুক্তরাষ্ট্র। সেই সম্পদ থেকেই ইউক্রেনকে অর্থ দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে অর্থগুলো ইউক্রেনে যাবে।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের আইনজীবী কোস্টিন। তার মতে, রুশ ব্যবসায়ীর জব্দ হওয়া ৫৪ লাখ ডলার ইউক্রেন পুনর্গঠনে সহায়তা করবে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়নের অন্যতম উৎস হিসেবে দেখা হয় রুশ ব্যবসায়ী মালোফেয়েভেকে।