ভারত: আসামে ১৫ দিনে ৪ হাজার বাল্যবিয়ে, একদিনে গ্রেপ্তার ১৮০০

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

১৫ দিনে চার হাজার বাল্যবিয়ের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ভারতের আসামের রাজ্য সরকার। এ জন্য রাজ্যে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে ১৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে একটি টুইট করেন তিনি। ওই টুইটে তিনি লেখেন, প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ আইন লঙ্ঘন করছে যারা, তাদের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। এখন পর্যন্ত ১৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েদের প্রতি ক্ষমার অযোগ্য এবং জঘন্য অপরাধের বিরুদ্ধে আসাম পুলিশকে জিরো টলারেন্স স্পিরিট নিয়ে কাজ করতে বলেছি আমি।

বৃহস্পতিবারই আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে ১৫ দিনের মধ্যে ৪০০০ বাল্যবিয়ের ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার থেকে ধরপাকড় শুরু হবে বলেও ঘোষণা করেছিলেন তিনি। সে অনুযায়ী শুক্রবার সকাল থেকে শুরু গ্রেপ্তার অভিযান চলছে।

আসামের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল, ১৪ বছরের নিচের মেয়েদের যারা বিয়ে করবে তাদের বিরুদ্ধে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনে মামলা করা হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের বিয়ে করলে আনা হবে প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার জেলাভিত্তিক বাল্যবিয়ের একটি তালিকা পোস্ট করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে লেখেন, রাজ্যে বাল্যবিয়ের অভিশাপ কাটানোর অবস্থানে অনড় আসাম সরকার। এ পর্যন্ত রাজ্যজুড়ে বাল্যবিয়ের ৪০০৪টি মামলা হয়েছে এবং আগামী দিনে আরও পুলিশি পদক্ষেপ নেওয়া হবে। এসব মামলায় পদক্ষেপ নেওয়া হবে ৩ ফেব্রুয়ারি থেকে, আমি সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করছি।

তিনি আরও বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে এই যুদ্ধ হবে অসাম্প্রদায়িক। কোনো একটা সম্প্রদায়কে নিশানা করা হবে না। যারা এসব কাজে লিপ্ত, সে কেরানি হোক কিংবা পূজারি, তাদের শাস্তির মুখে পড়তে হবে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!