ইউক্রেনে পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে মিলবে পুরস্কার। ইউক্রেনে যুক্তরাষ্ট্র নির্মিত আব্রামস বা জার্মান লেপার্ড টু ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা রুশ সেনাকে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অঙ্কটাও কম না। রুশ মুদ্রা রুবলে এই পুরস্কার মূল্য ৫০ লাখ।
পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়।
কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই পুরস্কারের ঘোষণা মস্কোর জয় ত্বরান্বিত করবে।
তিনি আরও বলেছেন, ইউক্রেনে পাঠানো যেকোনও ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে।
রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।
তিনি বলেন, এই সহায়তা ইউক্রেনীয় সেনাদের গতি বাড়ানোর পাশাপাশি তাদের নানা ধরনের কৌশলগত সুবিধা দেবে। আরও বেশি অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করবে এটি।
সূত্র: আল জাজিরা