ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, পশ্চিমা ১২টি দেশের কাছ থেকে প্রথম দফায় ১২০ থেকে ১৪০টি ট্যাংক পাওয়ার প্রত্যাশা করছে ইউক্রেন। মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
গত সপ্তাহে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে জার্মানি নিশ্চিত করেছে তারা কিয়েভকে লেপার্ড টু ট্যাংক এবং যুক্তরাষ্ট্র এমওয়ান আব্রামস ট্যাংক সরবরাহ করবে।
কুলেবা বলেন, ট্যাংক জোটের সদস্য রাষ্ট্র এখন ১২টি। আমি উল্লেখ করতে পারি প্রথম দফায় ইউক্রেনের সেনাবাহিনী ১২০ থেকে ১৪০টি পশ্চিমা মডেলের ট্যাংক পেতে যাচ্ছে।
পোল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলো ইতোমধ্যে প্রকাশ্যে ঘোষণা করেছে তারা ইউক্রেনকে লেপার্ড টু ট্যাংক দিতে আগ্রহী। স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কও বলেছে, ইউক্রেনকে তারা জার্মানি নির্মিত ট্যাংক দিতে রাজি আছে।
পশ্চিমা ট্যাংক পেলেও এখনই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-সিক্সটিন পাচ্ছে না ইউক্রেন। যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চাইলেও সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, তার প্রশাসনকে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান দেবে না।
সোমবার এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্র কিয়েভকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান দেবে কিনা? উত্তরে তিনি বলেন, ‘না’। এর আগে জার্মানিও কিয়েভকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা দেয়।