বৈদেশিক মুদ্রার অস্থিতিশীলতার মধ্যে ডলারের বিনিময় হার বেঁধে দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। এরমধ্যেই বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ১% বৃদ্ধি করে ১০১ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মকর্তারা জানান, নতুন এই মূল্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে।
তারা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে বাজারে ভারসাম্য আনতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়িয়ে দিচ্ছে।
বর্তমানে বাজারে প্রতি মার্কিন ডলার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা বাজারদরের তুলনায় অনেক কম।
সম্প্রতি ঢাকা সফরকারী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দলের পরামর্শের সঙ্গতি রেখে বাজারে ডলারের দর সমান হারে পৌঁছাতে এ পদক্ষেপ নেওয়া হয়।
পরিকল্পনার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের ১০ নভেম্বর ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ৯৮ টাকা করেছিল। যদিও আন্তঃব্যাংক গড় হার ছিল ১০৩ টাকা।
সূত্র বলছে, বিশ্বব্যাপী মন্দার মধ্যে রপ্তানি ও রেমিট্যান্স থেকে আয় হ্রাসের কারণে ডলারের মূল্যবৃদ্ধি হয়েছে। এর বিপরীতে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ বৈদেশিক মুদ্রার রিজার্ভকে রক্ষা করবে।
কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স ১০৭ টাকায় গ্রহণ করছে ও রপ্তানিকারকদের কাছে ডলারের দাম ধরা হয়েছে ১০২ টাকা।
আন্তঃব্যাংক টাকা-ডলার রেট ১০৬ টাকার উপরে।
তবে ব্যাংককারদের ধারণা, এই পদক্ষেপ স্থানীয়-মুদ্রার রিজার্ভের ওপর আরও চাপ সৃষ্টি করবে।
এজন্য তারা ব্যাংক আমানত এবং ঋণের হারের আরও সংশোধনের পরামর্শ দেন।