ইউক্রেনের দোনেৎস্কের পূর্বাঞ্চলের ব্লাহোদাৎনে নামে একটি অঞ্চল দখল করার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। খবর রয়টার্সের।
তবে রোববার (২৯ জানুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওয়াগনার গ্রুপ ব্লাহোদাৎনে দখলে হামলা চালায়। কিন্তু তাদের এ হামলা প্রতিহত করা হয়েছে।
এ ব্যাপারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ‘ব্লাহোদাৎনেতে দখলদারদের হামলা প্রতিহত করেছেন ইউক্রেনের প্রতিরোধ বাহিনীর সদস্যরা।’
জেনারেল স্টাফ আরও জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্কের আরও ১৩টি অঞ্চলে রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে।
তবে ইউক্রেনের সেনাবাহিনী এবং রাশিয়ার ওয়াগনারের কারও দাবিরই সত্যতা যাচাই করতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।
দোনেৎস্কে, বিশেষ করে বাখমুতে গত কয়েকদিনে হামলা ও পাল্টা হামলার তীব্রতা বাড়লেও কি ধরনের লড়াই হচ্ছে সেটি পরিষ্কার নয়। ওয়াগনার গ্রুপ এর আগেও দোনেৎস্কে সফলতা পাওয়ার দাবি করেছিল।
ইউক্রেন দাবি করেছে বাখমুতের লড়াই এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তবে গত শুক্রবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বাখমুতের পরিস্থিতি কঠিন হচ্ছে। বর্তমানে ধীরে ধীরে এ শহরটির দিকে এগিয়ে আসছে ওয়াগনার সেনারা।
শনিবার রুশ বাহিনীর হামলায় বাখমুতে ৪ বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া ১৭ জন আহত হন বলে জানান দোনেৎস্কের গভর্নর পাভলো কায়রালেঙ্কো।
দোনেৎস্কসহ অন্যান্য অঞ্চলে রাশিয়ার আসন্ন হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে ট্যাংক সহায়তা চেয়েছিল ইউক্রেন। তাদের চাওয়া অনুযায়ী যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ কিয়েভকে এ ভারী যান দেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: রয়টার্স