পেরুতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে উত্তরাঞ্চলীয় এল আল্টো জেলায় যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
পেরুর রাজধানী লিমা থেকে ছেড়ে যাওয়া বাসটি ইকুয়েডর সীমান্তের তুম্বস শহরের দিকে যাচ্ছিল।
দক্ষিণ আমেরিকার দেশটির পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থার (সুট্রান) তরফে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এতে কোনও প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।
বাসটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে জানা গেছে। শনিবারের ঘটনার সময় এতে ৬০ জন আরোহী ছিলেন। তবে পরিবহন সংস্থাটির দাবি, গাড়িটিতে নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল।
বিপজ্জনক রাস্তায় যথাযথ প্রশিক্ষণ ছাড়া যানবাহন চালানোর ফলে পেরুতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ২০২১ সালে দেশটিতে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়।