বিশ্বাসের ক্রম সন্ধ্যায়, বিদ্যুতের দেশ এবং অন্যান্য কবিতা

বিশ্বাসের ক্রম সন্ধ্যায় যন্ত্রণার কার্নিশে জ্যোৎস্না গড়ায় চাঁদআমি কল্পনাদের উহ্য রাখিনা বাজুক আজ তাদের হাতের চুড়িসূচিপত্রবিশ্বাসের ক্রম সন্ধ্যায়বিদ্যুতের দেশশর্তগুলো আদিম, স্বার্থপর, প্রহেলিকাময়গাছ হয়ে যাইবন্ধুঅস্তিত্ব পাথরের মতো ক্ষুধার্ত আত্মা জ্যোৎস্নার আমানি চেয়ে চেয়েমধ্যযুগের কোনো অস্পষ্ট কাঠবেড়ালিযার শব্দে কোনো শস্য নেইনিষ্ফল মন্বন্তরে নিরুচ্চার কাতরানি কোন্ আলো আর কোন্ ধর্মোৎসবে যাবে সে ?সবই নষ্ট ঈশ্বরের পদাবলী, ঘৃণিত আবেগঝড়ের … পড়তে থাকুন বিশ্বাসের ক্রম সন্ধ্যায়, বিদ্যুতের দেশ এবং অন্যান্য কবিতা