মেয়ে,
চার দেওয়ালে কয়েদী হয়ে থাকা
তোমার জীবন নয়।
অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে
থাকার জন্য তোমার জীবন নয়।
আকাশের বুক থেকে নেমে আসে
উত্তুঙ্গ বাতাস।
তোমার মন সেই আকাশে উড়ে যেতে চায়,
সেই বাতাসে ভেসে যেতে চায়।
সমুদ্রের ঢেউয়েরা নেচে নেচে তোমারে ডাকে,
তোমার মন সেই ঢেউয়ের তালে নাচতে চায়।
পাখিরা আকাশে ওড়ে,
হাওয়ায় তাদের গান ভেসে আসে।
তোমার মন পাখিদের মতো উড়তে চায়,
ওদের সুরে সুর মেলাতে চায়।
আকাশ হ’তে নক্ষত্রের আলো নেমে আসে,
চাঁদ হ’তে জোছনার বান নেমে আসে।
তোমার মন নক্ষত্রের পানে ছুটে যেতে চায়,
জোছনায় স্নান করতে চায়।
মেয়ে,
দেওয়াল ভাঙো তুমি।
দেখবে, বাইরে অপার পৃথিবী,
নিঃসীম আকাশ।
হাত-পায়ের শেকল ছিঁড়ে,
নীল নিপীড়ন আর কালো কষ্টকে
পদদলিত ক’রে,
মুক্ত দুরন্ত শঙ্খচিলের মতো ডানা মেলে
তুমি উড়ে যাও—
আকাশ নক্ষত্র আর চাঁদের আহ্বানে।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!