পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভিক্ষার থালা নিয়ে ঘুরছেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান রোববার এমন মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘শেহবাজ শরিফ ভিক্ষার থালা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছেন, কিন্তু কেউ তাকে কানাকড়িও দিচ্ছে না। তিনি ভারতের কাছ থেকে সহায়তা চাওয়ার জন্য দ্বিপক্ষীয় আলোচনায়ও বসার ইচ্ছা প্রকাশ করেছেন।’
অর্থনৈতিক সংকট মোকাবিলায় কয়েক সপ্তাহ আগেই সংযুক্ত আরব আমিরাতে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। এরইমধ্যে উপসাগরীয় দেশটি পাকিস্তানকে তিন বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে সংস্থাটির সব শর্তে রাজি হয়েছেন শেহবাজ।
গত নভেম্বরে পিটিআইর লংমার্চে হামলার জন্য বর্তমান ক্ষমতাসীন সরকারকে দায়ী করে ইমরান বলেন, ‘ শেহবাজ শরিফ, রানা সানাউল্লাহ এবং আইএসআইএসের প্রধান ফায়সাল নাসির হামলার জন্য দায়ী। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’