চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা “শনিবার বিকেল” প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন আর কোনো বাধা নেই।
শনিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে ছিল ফারুকীর “শনিবার বিকেল” ছবিটি। এ নিয়ে আপিল বোর্ডের শুনানি হয় আজ।
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটি নির্মাতা ও প্রযোজকের বক্তব্য শোনেন। তাদের বক্তব্যের আলোকে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে কোনো বাধা নেই বলে মন্তব্য করেন তারা।
সাত সদস্যের এই সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।
আপিল বোর্ডের সদস্য শ্যামল দত্ত বলেন, “ছবিটি আমরা ছেড়ে দিয়েছি। এখন আর ছবিটি প্রদর্শনে কোনো ধরনের বাধা নেই। আমরা সবাই ছবিটি দেখেছি। যেহেতু “শনিবার বিকেল” ছবিটি হোলি আর্টিজানের ঘটনার হুবহু রূপায়ণ নয়, তাই এর মুক্তিতে কোনো বাধা নেই। কোনো দৃশ্য সংযোজন বা পরিমার্জন করারও প্রয়োজন নেই। এ ছবির ঘটনার সঙ্গে হোলি আর্টিজানে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে সম্পর্ক নেই। এটি হোলি আর্টিজানের ঘটনার সরাসরি চিত্রায়ণ না, আমরা এ রকম একটা ঘোষণা পরিচালককে দিতে বলেছি। আমরা বলেছি, এরপর আপনি ছবিটি মুক্তি দিয়ে দিন।”
আজ আপিল বোর্ডের সদস্যরা “শনিবার বিকেল” ছবিটি দেখার আগে ১৫ সদস্যের সেন্সর বোর্ড ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিলেন।
এদিকে “শনিবার বিকেল”-এর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ছাড়পত্র পাওয়ার পর শিগগিরই ছবিটি মুক্তির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
এর আগে একই হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে ভারতীয় চলচ্চিত্র “ফারাজ” এর আগে নিজের চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার দাবি করেছিলেন পরিচালক ফারুকী।