পশ্চিমা মিত্রদের প্রতি ট্যাংক সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে কোনও দ্বিধা করা উচিত নয়। পুরো দুনিয়ার সংহতি অবশ্যই আমাদের যৌথ শত্রুকে পরাস্ত করবে।
দাভোসে দেওয়া ভাষণে যতদিন প্রয়োজন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। কিন্তু কিয়েভকে জার্মান ট্যাংক সরবরাহের ব্যাপারে কোনও মন্তব্য করেননি তিনি।
জার্মানির ইউরোপীয় মিত্ররা ইতোমধ্যেই দেশটিকে রুশ হামলা মোকাবিলায় কিয়েভকে লেপার্ড ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছে।
ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যের নেতারা সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেনে জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক রফতানির অনুমোদন দিতে বার্লিনের প্রতি জোরালোভাবে অনুরোধ জানিয়েছে।
পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, ‘অনানুষ্ঠানিকভাবে আমার কাছে খুব ভালো ও ইতিবাচক সংকেত রয়েছে।’