প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে উত্তরণ অনেকটাই সহজ করে ফেলেছিল বাংলাদেশ। বুধবার (১৮ জানুয়ারি) তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে নিজ গ্রুপে শীর্ষে থেকেই সুপার সিক্সে পা রাখলেন বাঘিনীরা।
বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশি বোলারদের তোপে সুবিধা করতে পারেনি মার্কিনরা। চতুর্থ ওভারে দলীয় ১১ রানে অধিনায়ক দিশা বিশ্বাসের বলে মার্কিন ওপেনার লাসিয়া মুলাপুড়ি ক্যাচ তুলে দিলে প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেটে দিশা ঢিংরা ও স্নিগ্ধা পাল থিতু হলেও রানের গতি তেমন বাড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। দুই মার্কিন ব্যাটার মিলে দ্বিতীয় উইকেটে ৫৭ রান তুললেও খরচ করেন ৬৫ বল।
১৫তম ওভারে টানা দুই বলে দুজন সাজঘরে ফেরেন। রান আউট হওয়ার আগে ৩৯ বলে ২০ রান করে ঢিংরা। দিশা বিশ্বাসের করা পরের বলে বোল্ড হন ৩৭ বলে ২৬ রান স্নিগ্ধা। চতুর্থ উইকেটে ইসানি ভাগেলা ও অধিনায়ক গীতিকা কোদালি যুক্তরাষ্ট্র আরও ৩৫ রান যোগ করে। ইনিংসের শেষ ডেলিভারিতে মারুফার বলে ১৬ বলে ১৬ রান করা কোদালি বোল্ড হন। অন্যদিকে, ইসানি ভাগেলা ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান।
১০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। দলীয় ১৯ ও ২১ রানে যথাক্রমে বিদায় নেন দুই ওপেনার সুমাইয়া আক্তার এবং আফিয়া প্রত্যাশা। এরপর তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন স্বর্ণা আক্তার এবং দিলারা আক্তার।
দলীয় ৫৯ রানে ১৪ বলে ২২ রান করা স্বর্ণা ফিরে গেলে এই জুটি ভাঙে। দশম ওভারে ১৫ বলে ১৭ রান করা দিলারাও সাজঘরে ফিরলে আবারও চাপে পড়ে বাঘিনীরা। তবে দিলারা বিশ্বাস এবং মিষ্টি সাহাকে নিয়ে বাকি পথটা ভালোমতোই পাড়ি দেন রাবেয়া খান।
পঞ্চম উইকেটে রাবেয়া খান ও অধিনায়ক দিশার জুটি তেমন দৃঢ় ছিল না। দুবার রানআউট থেকে বাঁচেন রাবেয়াই। তবে দলীয় ৮৬ রানে ১৭ বলে ১০ রান করে বোল্ড হন দিশা। তবে ষষ্ঠ উইকেটে বাকি ১৯ রান তুলে রাবেয়া এবং মিষ্টি ঠিকই বাংলাদেশকে জয়ের বন্দরে ভেড়ান। রাবেয়া অপরাজিত থাকেন ২৪ বলে ১৮ রান করে। অন্যদিকে, মিষ্টি অপরাজিত ছিলেন ১৩ বলে ১৪ রানে।