এক বছর আগের তুলনায় রাশিয়ার কাছ থেকে ৩৩ গুণ বেশি তেল কিনছে ভারত। ডিসেম্বরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত গড়ে প্রতিদিন ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল রাশিয়ার কাছ থেকে কিনেছে। যা নভেম্বর মাসের তুলনায় ২৯ শতাংশ বেশি।
বেশ কয়েক মাস আগেও ভারতের তেল সরবরাহকারী হিসেবে শীর্ষ দেশ ছিল ইরাক ও সৌদি আরব। কিন্তু এই স্থান দখল করে নিয়েছে রাশিয়া।
ইউক্রেনে আক্রমণের পর বিভিন্ন ক্রেতা তেলের চালান গ্রহণে অস্বীকৃতি জানানোর পর রাশিয়া সস্তায় তেল বিক্রি শুরু করে। ডিসেম্বরে তেল আমদানি বেড়ে যাওয়ার একটি কারণ হতে পারে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যের কারণে। এই দুটি ব্লক রুশ তেলের মূল্য প্রতি ব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার বেঁধে দিয়েছে।
ভর্টেক্সা লিমিটেডের প্রধান এশিয়া বিশ্লেষক সেরেনা হুয়াং বলেন, ভারতীয় তেল শোধনকারীদের আকর্ষণীয় ছাড়ে অপরিশোধিত তেল দেওয়ার প্রস্তাব দিচ্ছে। এর ফলে চীনকে হটিয়ে ভারত এখন রাশিয়ার শীর্ষ তেল আমদানিকারক।
তিনি আরও বলেছেন, সম্প্রতি রাশিয়ার কাছে আরও কিছু পণ্যের আমদানি বাড়িয়েছে ভারত।
ভারত নিজের তেলের চাহিদার ৮০ শতাংশ পূরণ করে আমদানির মাধ্যমে। দর ওঠানামার কারণে ভারতে তেলের বাজার ঝুঁকিপূর্ণ। মে মাস থেকে রাষ্ট্রীয় তেল শোধনকারী প্রতিষ্ঠান সরকারকে ডিজেলের দাম বাড়াতে দিচ্ছে না। এতে করে সস্তা মূল্যের রুশ তেলের প্রতি ভারতের আগ্রহ বেড়েছে।
ডিসেম্বরে ইরাক ও সৌদি আরবের কাছ থেকেও ভারতের তেল আমদানি বেড়েছে। প্রতিদিন গড়ে ৮ লাখ ৮৬ হাজার ব্যারেল তেল ইরাকের কাছ থেকে এবং সৌদি আরবের কাছ থেকে প্রতিদিন গড়ে ৭ লাখ ৪৮ হাজার ব্যারেল কিনেছে ভারত। ইরাক ও সৌদি আরবের কাছ থেকে ডিসেম্বরে তেল আমদানি বেড়েছে যথাক্রমে ৭ শতাংশ ও ১২ শতাংশ।