আবারও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে নেপালে। রবিবার (১৫ জানুয়ারি) নেপালের পুরনো ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমানটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘বিমানে ৬৮জন যাত্রী এবং ৪ জন ক্রু অবস্থান করছিলেন। উদ্ধারকাজ চলছে। আমরা এখনও জানি না কেউ বেঁচে আছেন কিনা।’
কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা সদস্যরা। সূত্র: বিবিসি, আল জাজিরা