রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে প্রথমবারের মতো যুদ্ধের ট্যাংক দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন। অজ্ঞাত সূত্রের বরাতে সোমবার স্কাই নিউজ এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
ইউক্রেনকে পশ্চিমা ট্যাংক সরবরাহ করা হবে দেশটিকে সামরিক সহযোগিতার ক্ষেত্রে বড় পদক্ষেপ। তবে এই বিষয়ে ব্রিটিশ সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে স্কাই নিউজ বলেছে, প্রায় দশটি চ্যালেঞ্জার ২ ট্যাংক দেওয়া হতে পারে ইউক্রেনকে।
চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক এমনভাবে তৈরি করা হয়েছে যা দিয়ে অপর ট্যাংককে আক্রমণ করা যায়। ব্রিটিশ সেনাবাহিনীতে ১৯৯৪ সাল থেকে এটি মজুদ রয়েছে। বসনিয়া ও হার্জেগভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাংক মোতায়েন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।
এই বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছিলেন, ইউক্রেনের প্রয়োজনীয় সামরিক সহযোগিতা দিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করবে ব্রিটেন।
এর আগে পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন যে এখনও পশ্চিমা ট্যাংক পায়নি সেটির কোনও যৌক্তিক কারণ নেই।
সূত্র: রয়টার্স