যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক শিক্ষককে গুলি করার অভিযোগে ছয় বছর বয়সী এক শিশুকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) নিউপোর্ট নিউজের উপকূলীয় শহর রিচনেক প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।।
স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রু সংবাদ সম্মেলনে বলেন, “অভিযুক্ত একজন ছয় বছর বয়সী ছাত্র। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে, এটি অনিচ্ছাকৃত গুলির ঘটনা ছিল না।”
পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক।
শহরের স্কুল সুপারিনটেনডেন্ট জর্জ পার্কার বলেছেন, “এ ঘটনায় আমি হতবাক, এবং আমি হতাশ।”
তিনি আরও বলেন, “অপ্রাপ্তবয়স্কদের কাছে যাতে বন্দুক না পৌঁছায় সেটি নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
উল্লেখ্য, গত মে মাসে টেক্সাসের উভালদে ১৮ বছর বয়সী বন্দুকধারীর হামলায় ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষক খুন হন।