রাশিয়া-ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই রুশ সামরিক অবস্থানে ইউক্রেন গোলাবর্ষণ করছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ করেছে। তবে রুশ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লুহানস্ক, ডনেস্ক ও জাপোরিজ্জিয়াতে আক্রমণ চালিয়েছে ইউক্রেন। এমন সময় এই আক্রমণ চালানো হচ্ছে যখন রুশ সেনারা যুদ্ধবিরতি পালন করছে।
মন্ত্রণালয় আরও বলেছে, লিম্যান অঞ্চলে রুশ অবস্থান লক্ষ্য করে চারটি মর্টার শেল নিক্ষেপ করেছে ইউক্রেনীয় সেনারা।
রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণার পর প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ইউক্রেন বলেছে, রুশ যুদ্ধবিরতির সময় তারা লড়াই বন্ধ করবে না। কিয়েভ এটিকে রুশ সেনাদের সংগঠিত করার ফাঁদ হিসেবে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার রুশ অর্থোডক্স খ্রিস্টানদের বড় দিন উদযাপনের জন্য ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি পালনে রাশিয়ার সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।