যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বাড়িতে একই পরিবারের ৫ শিশুসহ ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পেয়েছে পুলিশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েকদিন বাড়ির কাউকে দেখা যায়নি, এমন খবর পেয়ে পুলিশ এসে দেখতে পায়, পরিবারের সবাই মারা গেছে।
তাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে। এরপর পুলিশ বাসা থেকে মরদেহগুলো বের করে আনে।
সল্ট লেক সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ইউটাহর ইনোক সিটির ম্যানেজার রব ডটসন জানিয়েছেন, দীর্ঘ সময় পরিবারের সদস্যদের খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তারা বুধবার (৪ জানুয়ারি) এসে বাসা থেকে মরদেহগুলো বের করে।
তিনি বলেন, আমরা জানি না কেন এমন ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা ওই ঘটনায় তদন্তে সহযোগিতা করছে। বিষয়টি সম্পর্কে জানতে কয়েক দিন সময় লাগতে পারে।
এদিকে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সিটিতে মোট আট হাজার লোকের বাস। তবে এই ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।