ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার চেষ্টা হিসেবে রাশিয়া নতুন করে সেনা সমাবেশের পরিকল্পনা করছে। নতুন সেনা সমাবেশ করে রাশিয়া বড় ধরনের আক্রমণ করতে চায়। মঙ্গলবার শেষ রাতে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন বলে আসছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে আরেকটি সেনা সমাবেশের পরিকল্পনা করছেন এবং সেনাবাহিনীতে যোগদান এড়াতে যাতে করে রুশরা পালাতে না পারে সেজন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।
জেলেনস্কি বলেন, আমাদের কোনও সন্দেহ নাই যে, রাশিয়ার বর্তমান প্রভু যুদ্ধের গতিপথ পাল্টে দিতে সম্ভাব্য সবকিছুই করছেন, কোনও কিছু বাদ রাখছেন না। যেকোনও মূল্যে তিনি রাশিয়ার পরাজয় এড়াতে চাইছেন।
তিনি বলেন, রাশিয়ার এই পরিস্থিতিকে আমাদের বাধাগ্রস্ত করতে হবে। আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি। সন্ত্রাসীদের হারতে হবে। তাদের যেকোনও নতুন আক্রমণের পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে হবে।
রাশিয়া নতুন সেনা সমাবেশের পরিকল্পনা যদি করে থাকে তাহলে রুশদের নৈতিক মনোবল কিছুটা ভেঙে দেবে নতুন বছরের প্রথম দিন ডনেস্কতে চালানোর ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা। ওই হামলায় ৮৯ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়া। যদিও ইউক্রেন দাবি করছে নিহতের সংখ্যা ৪০০।