ভারত শাসিত কাশ্মিরের রাজৌরি জেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২৪ ঘণ্টায় একই জায়গায় আলাদা ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সোমবার বিবিসি’র প্রতিবেদনে জানা গেছে, রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সন্ত্রাসীরা রাজৌরি জেলার তিনটি বাড়িতে হামলা চালায়। এতে ৯ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
সোমবার একই স্থানে বিস্ফোরণ ঘটলে এক শিশু নিহত এবং চারজন আহত হন। বিস্ফেরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের স্থানীয় শীর্ষ কর্তৃপক্ষ।
একে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী’ হামলা অ্যাখ্যা দিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ প্রধান মনোজ সিনহা হতাহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা ধারণা এই ঘৃণ্য হামলার পেছনে তাদের শাস্তি দেওয়া হবে। সূত্র: বিবিসি