ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন বামপন্থি নেতা লুলা ডি সিলভা। প্রায় এক যুগের বেশি সময় পর ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন তিনি।
স্থানীয় সময় রবিবার (১ জানুয়ারি) তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
শপথ নেওয়ার পর লুলা বলেছেন, অতি-দক্ষিণপন্থি বলসোনারো ব্রাজিলকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। তার কাজ হবে, ব্রাজিলকে বাঁচানো এবং অবশ্যই অ্যামাজনকে রক্ষা করা। বলসোনারো অ্যামাজনের জঙ্গল যথেচ্ছভাবে কেটে ফেলার পক্ষে ছিলেন। লুলা তার সম্পূর্ণ বিরোধী।
লুলার শপথ গ্রহণকে কেন্দ্র স্থানীয় রাজপথগুলোতে নেমে আসেন তার সমর্থকরা। সাম্বা নৃত্যে লুলাকে বরণ করে নেন তারা।
ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, রবিবার ছুরি ও আতশবাজি নিয়ে উদ্বোধনের এলাকায় প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে ৫০টি দেশের প্রতিনিধিরা ছিলেন। তবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অবশ্য শপথ অনুষ্ঠানে থাকেননি। গত শুক্রবার তিনি ব্রাজিল ছেড়ে গেছেন।
বলসোনারো তার সমর্থকদের অশ্রুসিক্ত বিদায় দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে উড়ে যান বলে জানা গেছে। শপথের পর লুলা খোলা রোলস রয়েস চেপে প্রাসাদে যান।