ভারতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। শনিবার গুজরাটের নাভাসরিতে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রশাসনের পাশাপাশি উদ্ধার তৎপরতায় যুক্ত হয় স্থানীয়রাও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১৭ জনকে ভালসাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ জনকে ভর্তি করা হয়েছে নাভাসরির হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে সুরাটে নিয়ে যাওয়া হয়েছে।
আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল একটি বাস। ওদিকে ভালসাদের দিক থেকে একটি প্রাইভেট কার যাচ্ছিল। কারটিতে ৯ জন যাত্রী ছিলেন। এক পর্যায়ে বাস ও কারের মুখোমুখি সংঘর্ষ ঘটলে হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটির চালক হার্ট অ্যাটাক করায় এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
আহতদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয় সেজন্য পদক্ষেপ নিতে বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।