মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা নিউজ জানিয়েছে, দেশটির পূর্ব দিকে এক সন্ত্রাসী হামলায় ১০ তেল শ্রমিক নিহত হয়েছেন।
সানার প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি হামলায় ১০ জন নিহত হওয়ার পাশাপাশি দু’জন গুরুতর আহত হয়েছেন। দের আজ জুর প্রদেশের আল-তাইম তেল কূপ থেকে একটি বাস শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। ওই বাসের ওপর হামলা চালানো হয়।
বার্তাসংস্থা সানা সরাসরি জানায়নি কে বা কারা এ হামলা চালিয়েছে। এছাড়া এটি কি ধরনের হামলা ছিল তাও প্রকাশ করেনি। কিন্তু যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, ‘সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখা’ এই হামলা চালিয়েছে।
সংস্থাটির পরিচালক আব্দেল রহমান বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘বাসটি যাত্রা শুরুর পর পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়। এরপর ইসলামিক স্টেটের সদস্যরা বাসকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করেন।’
এদিকে ২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন দেশটির মানুষ। যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধের মধ্যেই উত্থান হয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের। তারা সিরিয়ার বড় একটি অংশ দখল করেছিল। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক বাহিনীর সহায়তয় ইসলামিক স্টেটকে পিছু হটায় আসাদ সরকার। কিন্তু সিরিয়ায় এখনো বিক্ষিপ্তভাবে নিজেদের কার্যক্রম চালায় তারা।
সূত্র: আল জাজিরা