দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলের জোংলেই রাজ্যে নুয়ের সম্প্রদায়ের যুবকরা অন্য জাতিগত গোষ্ঠীর ওপর হামলার পর ৫৬ জন নিহত হয়েছে। চার দিনের লড়াই ও সংঘর্ষে এসব ব্যক্তি নিহত হন। দেশটির এক স্থানীয় কর্মকর্তা বলেছেন, নুয়ের সম্প্রদায়ের লোকেরা বেশি নিহত হয়েছে।
সুদান থেকে দক্ষিণ সুদান নামের দেশটি ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। এরপর কয়েক দশক ধরে দেশটিতে গোষ্ঠীগত সংঘাত বেড়েছে। গবাদি পশু এবং জমি নিয়েও এখানে লড়াই হচ্ছে।
বৃহত্তর পিবোর প্রশাসনিক এলাকার একজন সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং বলেছেন, সশস্ত্র নুয়ের যুবকরা ২৪ ডিসেম্বর তারিখে গুমুরুক কাউন্টি এবং লিকুয়াঙ্গোল কাউন্টিতে মুরলে সম্প্রদায়ের ওপর আক্রমণ শুরু করে।
কেলাং মঙ্গলবার টেলিফোনে রয়টার্সকে বলেছেন, “সরকার লড়াইরত সম্প্রদায়গুলোকে সাহায্য করার জন্য মধ্যস্থতা করতে চাইছে। তবে সেখানে এখনও লড়াই চলছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে ৫১ জন নুয়ের আক্রমণকারী। এ সময় মুরলে সম্প্রদায়ের মাত্র পাঁচজন লোক মারা যায়।
গত সপ্তাহে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস) বলেছে, মুরলেদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আগে সশস্ত্র নুয়ের যুবকদের একত্রিত করা হচ্ছে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড