জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে রাশিয়ার অপসারণ দাবি করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমন দাবি জানিয়েছেন। রবিবার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান প্রকাশ করবো। আমাদের একটি খুব সহজ প্রশ্ন আছে। রাশিয়ার কী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থাকার এবং আদৌ জাতিসংঘে থাকার অধিকার আছে? আমাদের কাছে এটির একটি বিশ্বাসযোগ্য ও যুক্তিযুক্ত উত্তর আছে। না! এই অধিকার তাদের নেই!’
এর আগে ইউক্রেন যুদ্ধের পেছনে নিজের ‘লক্ষ্যের’ কথাও জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, এই যুদ্ধে তার লক্ষ্য হলো রাশিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করা।
কথিত ‘ঐতিহাসিক রাশিয়া’ ধারণার উল্লেখ করে পুতিন দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা একই। এমন মন্তব্যের মধ্য দিয়ে দৃশ্যত ইউক্রেনের সার্বভৌমত্বকে অস্বীকার করে দেশটিতে রুশ আগ্রাসনের ন্যায্যতা তুলে ধরেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস রাশিয়া ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।’