ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। আহতের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ফরাসি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় ৬০ থেকে ৭০ বছর বয়সী বন্দুকধারীকে বন্দুকসহ গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছে পুলিশ ও প্রসিকিউটররা। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির পরিচর যাচায় করা হচ্ছে।
স্থানীয় সময় বেলা ১১টার দিকে দোকান, রেস্তোরাঁ ও বার থাকা এলাকায় এ ঘটনা ঘটে। বাসিন্দা ইমানুয়েল বুজেনান জানান, “লোকটিকে হেয়ার সেলুন থেকে গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, “সেখানে লোকেরা আতঙ্কিত ছিল। সবাই পুলিশের উদ্দেশে চিৎকার করছিল এবং সেলুনের দিকে ইশারা করছিল।” তারা বলছিল, “তিনি সেখানে আছেন, তিনি সেখানে আছেন, ভেতরে যান।”
“তিনি পায়ে ক্ষতবিক্ষত অবস্থায় সেলুনের মেঝেতে দুজনকে দেখেছেন বলেও জানান।”
ওই এলাকার একজন দোকানদার জানিয়েছেন, “তিনি ১০ম অ্যারোন্ডিসমন্টের ডঙ্গিয়াতে সাত বা আটটি গুলির শব্দ শুনেছেন।” তিনি বলেন, “এটি সম্পূর্ণ আতঙ্কের ছিল। আমরা নিজেদেরকে ভেতরে আটকে রেখেছিলাম।”