রাশিয়ার একটি বিমানবাহী রণতরীতে আগুন লেগেছে। স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, অ্যাডমিরাল কুজনেতসভ নামের ফ্ল্যাগশিপ রণতরীতে আগুন লাগে। এটি বারেন্ট সাগরের মারমানস্ক বন্দর নগরীর জভিয়োজডচকা শিপইয়ার্ডে নোঙর কার ছিল।
বৃহস্পতিবার সকালে জরুরি সেবার পক্ষ থেকে রুশ বার্তা সংস্থা তাসকে জানানো হয়েছে, রণতরী থেকে ২০জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেউ হতাহত হয়নি।
নৌযানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশনের প্রধান আলেক্সেই রাখমানভ বলেছেন, মেরামত কাজের সময় আগুন লাগে।
২০১৮ সাল থেকে মেরামতের জন্য শুকনো স্থানে নোঙর করা অবস্থায় রয়েছে অ্যাডমিরাল কুজনেতসভ।
৪৩ হাজার টনের ১ হাজার ফুট দীর্ঘ যুদ্ধজাহাজে ১ হাজার ৩০ ক্রু অবস্থান করতে পারে। এতে রয়েছে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
২০২২ সালের নভেম্বরে কর্মকর্তারা জানিয়েছিলেন, ২০২৪ সালের প্রথমার্ধে জাহাজটি সমুদ্র চলাচলের জন্য প্রস্তুত হবে।