পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় অল্প সময়ের ব্যবধানে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। খবর ডনের
খুজদার পুলিশ জানিয়েছে, প্রথমবার বিস্ফোরিত হওয়া বোমাটি খুজদার জেলার উমর ফারুক চকের ব্যস্ত শপিং এলাকায় পার্ক করা একটি মোটরসাইকেলে রাখা ছিল। ওই বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়।
তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, বোমাটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ছিল। পরে বোমায় আহতদের উদ্ধারের জন্য পুলিশ সদস্য এবং লোকজন বিস্ফোরণস্থলে এগিয়ে যাওয়ার সাথে সাথে মোটরসাইকেলে রাখা আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় ১৩ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিনিয়র পুলিশ অফিসার জান সাসোলি বলেন, দুটি বোমাই অল্প ব্যবধানে রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে বিস্ফোরিত হয়। তিনি বলেন, প্রথমবার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি বিস্ফোরণের প্রভাবে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বোমা বিস্ফোরণে আহত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।