ইউক্রেনের খেরসন শহরের কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, এই হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
প্রতিবেদনে বলা হয়, গত মাসেই এই শহরটি থেকে পিছু হটেছিল রুশ সেনারা।
আঞ্চলিক গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ বলেছেন, এর আগের দিনও রকেট, মর্টার এবং ট্যাংক ব্যবহার করে ৫৪টি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন জন নিহত এবং ছয় জন আহত হয়েছে।
রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ রবিবার বলেছেন, ইউক্রেনের উত্তর সীমান্তে অবস্থিত অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে একজন নিহত এবং আট জন আহত হয়েছে।
এদিকে ইউক্রেনের আকাশসীমা রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে ফের অস্ত্র সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের নিয়মিত রাত্রিকালীন ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি।
ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনকে তার আকাশসীমার নির্ভরযোগ্য সুরক্ষা, একটি নির্ভরযোগ্য বিমান প্রতিরক্ষা ঢাল দেওয়ার সুযোগ খুঁজুন। আর সেটা ঘটলেই রুশ সন্ত্রাসের প্রধান রূপ, ক্ষেপণাস্ত্র সন্ত্রাস অসম্ভব হয়ে পড়বে।
বিদ্যমান বাস্তবতায় রাশিয়ার সঙ্গে আলোচনা বাস্তবসম্মত নয় বলেও দাবি করেছে কিয়েভ। জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এমন দাবি করেছেন। ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের জন্যও মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি। টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন, ‘অবাস্তব পরিকল্পনা সম্পর্কে কথা বলে বিভ্রান্ত হবেন না। আপনারা রুশ ফেডারেশনের সঙ্গে চুক্তিতে আসতে পারবেন না। যুদ্ধ শুধু তাদের পরাজয়ের মধ্য দিয়েই শেষ হওয়া উচিত।’