ইরাকের উত্তর মধ্য শহর কিরকুকের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। রবিবার নিহতদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দী বাহিনীর কাছ থেকে শহরটি দখল করে নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাফারা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। আহতদের পুলিশ কর্মকর্তাদের অবস্থা গুরুতর।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী আইএস এখনও সক্রিয় রয়েছে।
সূত্র: আল জাজিরা