বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত কয়েকদিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ঘন কুয়াশা।
এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সপ্তাহেই একটি মৃদু শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইতে শুরু করতে পারে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শনিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহটি বয়ে যেতে পারে।এই সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
এছাড়া রবিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে ৩০.০১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে।