রাশিয়ার সঙ্গে আলোচনা বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের জন্যও মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি।
টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন, ‘অবাস্তব পরিকল্পনা সম্পর্কে কথা বলে বিভ্রান্ত হবেন না। আপনারা রুশ ফেডারেশনের সঙ্গে চুক্তিতে আসতে পারবেন না। যুদ্ধ শুধু তাদের পরাজয়ের মধ্য দিয়েই শেষ হওয়া উচিত।’
এদিকে শুক্রবার ইউক্রেনে সিরিজ হামলা নিয়ে মুখ খুলেছে রাশিয়া। দেশটি বলছে, এদিনের হামলায় তারা মূলত দেশটির জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, তাদের হামলায় ইউক্রেনের অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনকারী বিভিন্ন কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।