বেলারুশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেশটিতে এ সফরে যাচ্ছেন তিনি। বেলারুশের প্রেসিডেন্টের দফতরের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাতের জন্যই দেশটিতে যাচ্ছেন পুতিন।
মিনস্ক জানিয়েছে, দুই নেতার আলোচনা নিরাপত্তা ইস্যুর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন দুই প্রেসিডেন্ট।
ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই বেলারুশকে মিত্র হিসেবে পেয়েছে রাশিয়া। হামলা শুরুর পর থেকে দুই দেশ পারস্পরিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের চেষ্টা করেছে। তবে লুকাশেঙ্কো বারবার বলেছেন, তিনি ইউক্রেনে বেলারুশিয়ান সেনা পাঠাতে চান না।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পুতিনের আসন্ন সফরকে সামনে রেখে বেলারুশের প্রেসিডেন্টের দফতরের বিবৃতিতে দেশটিতে শীর্ষ বৈঠক ও আলোচনার বিষয়বস্তুর কথা বলা হলেও ইউক্রেনের নাম নেওয়া হয়নি।