আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলা চলাকালে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য ফ্রান্সজুড়ে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ। শুক্রবার ফরাসি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন শুক্রবার নিরাপত্তা অভিযান প্রকাশ করেছেন। এই পরিকল্পনা অনুসারে, প্যারিসে পুলিশের উপস্থিতি থাকবে ব্যাপক। ফ্রান্স পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন হলে শহরটিতে উদযাপনে অসংখ্য মানুষ জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর চ্যাম্প-এলিসিস অ্যাভিনিউতে ৬ লাখ মানুষ নেচে-গেয়ে উদযাপন করেছেন।
রবিবার যান চলাচলের জন্য অ্যাভিনিউটি বন্ধ থাকবে। শৃঙ্খলা রক্ষার জন্য উপস্থিত থাকবে ২ হাজার ৭৫০ পুলিশ কর্মকর্তা।
ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা সাব-জিরো থাকতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে করে উদযাপন বিঘ্নিত হতে পারে।
কেউ বিশৃঙ্খলা করতে চাইলে সুরক্ষা দেবে পুলিশ। বুধবার সন্ধ্যায় উগ্রডানপন্থী সমর্থক অন্তত ৪০জনকে গ্রেফতার করা হয়েছে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা লড়াই করতে জড়ো হয়েছিল।
প্যারিসে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের পর প্রায় ১১৫জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স জয় পাওয়ার পরও সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। সমবেত মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছিল।
বুধবার সেমিফাইনালের পর গাড়ির ধাক্কায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।