ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। সফরকারীদের করা ৪০৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। ফলোঅন এড়াতে আরও ৭১ রান দরকার বাংলাদেশের।
ভারতকে মেহেদী মিরাজ ও তাইজুল ইসলামের স্পিনে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। শূন্য রানে তাকে ফেরান মোহাম্মদ সিরাজ।
স্বাগতিকরা দ্বিতীয় উইকেট হারায় তৃতীয় ওভারে। উমেশ ইয়াদভের বলে আউট হন ৪ রান করা ইয়াসির আলি।
তৃতীয় উইকেটে ৩৪ রান যোগ করে কিছুক্ষণ ধস সামাল দেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রান করা লিটনকে ফিরিয়ে সে জুটি ভাঙেন সিরাজ।
এরপর বিধ্বংসী হয়ে ওঠেন কুলদিপ ইয়াদভ। একে একে তিনি ফেরান সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামকে।
এই স্পিনারকে সামলাতে না পেরেই ধসে পড়ে টাইগারদের ইনিংস। মুশফিক করেন সর্বোচ্চ ২৮ রান। নুরুলের ব্যাট থেকে আসে ১৬। আর সাকিব আউট হন ৩ রান করে।
দিন শেষে মিরাজ ১৬ ও এবাদত ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
ভারতের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদিপ আর ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন সিরাজ।