বাংলাদেশের সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে “আর্জেন্টিনার সমর্থক কিশোরের” ছুরিকাঘাতে হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত যুবক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া বাড়িতে থেকে জুতার কারখানায় কাজ করতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ডগরমোড়া এলাকায় শফিকের দোকানে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখছিলেন ওই যুবক। এ সময় আর্জেন্টিনার সমর্থন করা কয়েকজন কিশোরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে খেলা শেষে নিজের কারখানায় ফিরে যায় হাসান। এর কিছু সময় কয়েকজন কিশোর তাকে কারখানা থেকে ডেকে বের করে ছুরিকাঘাত করে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি দীপক চন্দ্র বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।