বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশকে ঘিরে বুধবার (৭ ডিসেম্বর) দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো রাস্তা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকেই এসব এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এই পথে চলাচলকারী সাধারণ ও কর্মজীবী মানুষকে আইডি কার্ড দেখানোর পর ঢুকতে দিচ্ছে পুলিশ। যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের ড্রেস ও আইডি কার্ড দেখে যেতে দেওয়া হচ্ছে। কার্ডবিহীন ও সন্দেহভাজন কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স চায়না টাউন পলওয়েলসহ এই এলাকার বড় মার্কেটগুলা বন্ধ রাখা হয়েছে।
ফকিরাপুল মোড়, রাজারবাগ পিডিব্লিউডি জামে মসজিদ গলি, নয়াপল্টন সমাজকল্যাণ ও উন্নয়ন গলি, জোনাকি মার্কেট গলিসহ পল্টন মোড় পর্যন্ত সব গলি বন্ধ করে দিয়ে পাহারা দিচ্ছে পুলিশ।
ফকিরাপুল মোড় ও পল্টন মোড় ছাড়া আশপাশের গলির রাস্তা দিয়েও কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, “‘আজ ভোর থেকেই পল্টন এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত শুধু চাকরিজীবী ও শিক্ষার্থীদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। ১১ ডিসেম্বরের আগে এখান থেকে পুলিশ সরানো হবে না।”