নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং বিদেশি গুপ্তচর সন্দেহে ইরানে অন্তত ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির অভিজাত বাহিনী বিপ্লবী গার্ডস। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জার্মানি ও নেদারল্যান্ডসে বসবাসরত প্রতিবিপ্লবী এজেন্টদের নির্দেশনায় এই নেটওয়ার্কের সদস্যরা যুদ্ধের অস্ত্র কেনার মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছে। তারা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে।
বিবৃতিতে গ্রেফতারকৃতদের জাতীয়তা বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামপন্থী শাসকরা যেসব বৃহত্তম চ্যালেঞ্জের মুখে পড়েছিল এটি সেগুলোর অন্যতম।
তেহরান অভিযোগ করে আসছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিক্ষোভে উস্কানি দিচ্ছে এবং ইরানে গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে চায়।