যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। সোমবার বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
বুখারেস্টে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকের আগে ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড, গ্যাসের স্থাপনা এবং মানুষের মৌলিক সেবার অবকাঠামোতে হামলা অব্যাহত রাখতে পারে রাশিয়া।
জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমরা যখন শীতকালে প্রবেশ করছি প্রেসিডেন্ট পুতিন তখন চেষ্টা করছেন যুদ্ধের অস্ত্র হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে শীতকে ব্যবহার করতে।
এর আগে শনিবার ন্যাটো মহাসচিব বলেছিলেন, যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে ন্যাটো। কিয়েভের প্রতি সমর্থন থেকে আমরা পিছু হটবো না।
মিত্র দেশগুলো কিয়েভকে অভূতপূর্ব সামরিক সহায়তা দিচ্ছে উল্লেখ করেন জেন্স স্টোলটেনবার্গ আরও বলেন, পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলো ইউক্রেনকে জ্বালানি, চিকিৎসা সামগ্রী, শীতকালীন সরঞ্জাম, ড্রোন, জ্যামার প্রভৃতি সরবরাহ করছে।