ভারতের আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে অন্তত ৬ ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় মেঘালয়ের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে ৪৮ ঘণ্টার জন্য। পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের মুখরোহ এলাকায় দুই রাজ্যের গোলাগুলিতে নিহতদের মধ্যে আসামের এক বন কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
মেঘালয় সরকারের স্বরাষ্ট্র দফতরের জারি করা নোটিশে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মঙ্গলবার নিশ্চিত করেছেন মেঘালয়ের পাঁচজনসহ আসাম ফরেস্ট গার্ডের এক সদস্য নিহত হয়েছে। তিনি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ একটি এফআইএর নথিভুক্ত করেছে।
মেঘালয় সরকার ঘটনার নিন্দা জানিয়েছে, আসাম পুলিশ ও আসাম ফরেস্ট গার্ডের সদস্যরা মেঘালয়ে প্রবেশ করে উসকানি ছাড়াই গুলি করে।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মেঘালয় রাজ্য শিলং চেরি ব্লজম উৎসব বাতিল করেছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।