মাঠে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত কাতার বিশ্বকাপ ফুটবল। রবিবার (২০ ডিসেম্বর) রাতে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
দোহার আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করলো ইকুয়েডর। ম্যাচের দুটো গোলই করেছেন এনার ভ্যালেন্সিয়া।
এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বজায় রাখে ইকুয়েডর।
ম্যাচের ১৬ তম মিনিটে পেনাল্টি থেকে আসে এবারের বিশ্বকাপের প্রথম গোল। পেনাল্টি বক্সের মধ্যে এনার ভ্যালেন্সিয়াকে বাজেভাবে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। স্বাগতিক গোলরক্ষক সাদকে হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি। স্পটকিক থেকে গোল করে শুরুতে ইকুয়েডরকে এগিয়ে দেন এনার ভ্যালেন্সিয়া।
আর তাতেই কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতা হওয়ার কৃতিত্ব গড়েন ইকুয়েডরের অধিনায়ক।
যদিও আরও আগেই এবারের বিশ্বকাপের প্রথম গোলদাতা হয়ে যেতেন ভ্যালেন্সিয়া। তবে অফসাইডের কারণে পঞ্চম মিনিটের সে গোলটি হয়নি।
ম্যাচের ৩১ মিনিটে আবারও গোল পায় ইকুয়েডর। এবারও গোলাদাতা ভ্যালেন্সিয়া। তিনি প্রিসিয়াদোর শটে বল হেড করে পোস্টে ঢুকিয়ে দেন। তার দুর্দান্ত হেডার ইকুয়েডরকে ২-০ গোলে এগিয়ে দেয়।
এরপর দ্বিতীয়ার্ধে বল আর গোলে না জড়ালে প্রথমার্ধের স্কোরেই নির্ধারিত হয় খেলার ফলাফল।