অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি। একটি মহিষের দাম সাড়ে ১২ কোটি টাকা। আর তার নিরাপত্তার জন্য রয়েছে ১২ জন বন্দুকধারী! এটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মোরেনা জেলার ঘটনা।
কিছুদিন আগে মোরেনায় শুরু হয় তিন দিনের কৃষক মেলা। সেখানে হরিয়ানা থেকে নিজের পোষা দেড় টন বা দেড় হাজার কেজি ওজনের একটি মহিষ, য়ার নাম গোলু-২, তাকে নিয়ে আসেন নবীন সিং নামের এক ব্যক্তি। এর পরই মেলার মূল আকর্ষণ হয়ে ওঠে ওই মহিষটি।
মহিষটির নামকরণের বিষয়ে নবীন সিং জানান, গোলু- ১ নামের একটি মহিষ ছিল তাঁর। সেটি থেকে জন্ম নেয় গোলু-২ এর বাবা-সহ আরও দু’টি মহিষ। তার নামানুসারেই এটার নাম রাখা হয়েছে গোলু-২।
তিনি আরও জানান, গোলু-২ এর সারাক্ষণের নিরাপত্তায় জন্য নিয়োজিত আছেন ১২ জন বন্ধুকধারী। গোলুকে যখন কৃষক মেলায় নিয়ে আসা হয়, তখন স্থানীয় প্রশাসন মহিষটির নিরাপত্তার জন্য ওই ১২ জন ছাড়াও, আলাদা করে আরও তিন জন পুলিশ নিয়োগ করেন।
গোলু-২ এর খাওয়াদাওয়ার বিষয়ে নবীন জানান, দিনের শুরুতেই ওকে খাওয়ানো হয় ১০ কেজি ভুসি। তার ঠিক দেড় ঘণ্টা পরে দেওয়া হয় দেশি ঘি মেশানো সাত লিটার দুধ। সারাদিনে ২০ লিটার দুধ খাওয়ানো হয় গোলু-২কে। দুধ খাওয়ানোর পর মহিষটিকে কিছুক্ষণ রোদে বেঁধে রাখা হয়। পরে শুধু মহিষদের জন্য বানানো আড়াই হাজার বর্গফুটের একটি সুইমিংপুলে দেড় থেকে দু’ঘণ্টা ধরে গোসল করানো হয় তাকে। দুপুরে ঘাসের সঙ্গে ১৫ কিলো ভুসি মিশিয়ে খাওয়ানো হয়। এর ঠিক দু’ঘণ্টা পর আবারও ১৫ কেজি ভুসি দেওয়া হয় গোলু-২কে। তা ছাড়া গাজর, বাতাবিলেবু বা মাল্টা-সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল খেতে দেওয়া হয়।
খাওয়াদাওয়া, নিয়মিত চিকিৎসা ও অন্যান্য খরচখরচা নিয়ে দৈনিক প্রায় ১০ হাজার হিসাবে ওর জন্য খরচ হয় মাসে ৩ লাখ টাকারও বেশি।
নবীন আরও বলেন, গোলুকে আমি সব পশু মেলায় নিয়ে যাই, ও আমার সন্তানের মতো। মেলায় নিয়ে গেলেও, কেউ কল্পনাতিত দাম দিলেও গোলুকে বিক্রি করার কোনও ইচ্ছে আমার নেই।
বাজারে গোলু-২এর বীর্যের প্রচুর চাহিদা বলে দাবি করেছেন নবীন। ওর থেকে একবারে এক হাজার থেকে দু’হাজার ইউনিট বীর্য নিষ্কাশন করা হয়। প্রতি ইউনিট বীর্যের দাম কম করেও ৩০০ টাকা। শুধুমাত্র বীর্য বিক্রি করেই প্রতি মাসে নবীনের আয় হয় ১২ লাখ টাকা।