ভারতের পঞ্চম বৃহৎ বাণিজ্যিক অংশীদার রাশিয়া, বাংলাদেশের ২৩তম

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর তেল আমদানি বৃদ্ধির ফলে রাশিয়া এখন ভারতের পঞ্চম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়কালে এই অবস্থানে চলে এসেছে রাশিয়া। গত অর্থবছরে দেশটির অবস্থান ছিল ২৫তম। বর্তমানে ভারতের ২৩তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বিপুল পরিমাণে তেল ও সারের চালান আমদানির ফলে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। ভারতের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে শীর্ষ দুটি স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৩তম। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারতের রফতানির পরিমাণ ছিল ৬ হাজার ৬৬৩ মিলিয়ন ডলার। বিপরীতে বাংলাদেশ থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৬৮ মিলিয়ন ডলার।

ভারত সরকারের প্রকাশিত তথ্য অনুসারে, বর্তমান অর্থবছরের প্রথমার্ধে রাশিয়ায় ভারতের রফতানি ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৩ বিলিয়ন ডলারে। বিপরীতে আমদানি পাঁচ গুণ বেড়ে হয়েছে ২১.৩ বিলিয়ন ডলার। ২০২১ সালের এপ্রিল-সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৪.২ বিলিয়ন ডলার।

এই সময়ে ভারতে রাশিয়ার তেল আমদানি বেড়েছে ৮ গুণেরও বেশি। এর আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। আর সারের আমদানি বৃদ্ধি ছিল আরও কয়েকগুণ বেশি।

- বিজ্ঞাপন -

ভারত সরকার তেল কোম্পানিগুলোকে আরও বেশি রুশ তেল কেনার অনুমতি দেয়। এর ফলে ভারতের তেলের উৎস হিসেবে অক্টোবরে রাশিয়া ছিল বৃহত্তম। ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ ও পশ্চিমা দেশগুলোর চাপ থাকলেও রুশ তেল কেনা অব্যাহত রাখে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও তেলমন্ত্রী হারদিপ পুরি বলে আসছেন, ভারত নিজেদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও বলেছেন, রুশ তেল কেনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করেছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!