পাকিস্তানের দক্ষিণাঞ্চলে মিনিবাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন।
শুক্রবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সিন্ধু প্রদেশে মিনিবাসটি গভীর জলাবদ্ধ খাদে পড়ে যায়। এতে ওই দুর্ঘটনার ঘটনা ঘটে।
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারের দিক থেকে পাকিস্তান বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। জরাজীর্ণ সড়ক এবং বেপরোয়া যান চলাচলের জন্য এই মৃত্যুর হার কোনোভাবেই কমছে না।
স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এএফপিকে জানিয়েছেন, “চালক রাস্তার ট্রাফিক নির্দেশনা চিহ্ন দেখতে পাননি। ফলে মিনিবাসটি ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।”
প্রসঙ্গত, পাকিস্তানে এ বছর রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির এক তৃতীয়াংশ ভূমি বন্যার পানির নিচে চলে যায়। প্রায় ৮০ লাখ মানুষকে বাস্তুচ্যুত হয়। এছাড়া অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাস্তায় স্বাভাবিক দুর্ঘটনা এড়াতে এখন বেশি সচেতন থাকতে হচ্ছে চালকদের। বাসটির চালক খামখেয়ালির কারণে এই দুর্ঘটনা ঘটে।
(সূত্র: এএফপি)