বাংলাদেশে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে বান্দরবানের চার উপজেলায় চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ।
গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এবং অক্টোবর থানচি ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।
শনিবার (১২ নভেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
১২ নভেম্বর জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভিন তিবরিজের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আলীকদম ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য ৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এবং তা ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ২০ অক্টোবর বান্দরবান ও রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্দেহভাজন জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে নবগঠিত জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাত সদস্য ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিনজন সদস্য রয়েছে।
প্রতি শীতে হাজার হাজার পর্যটক এই এলাকা পরিদর্শন করলেও নিষেধাজ্ঞার কারণে এলাকার ২০০ টিরও বেশি হোটেল, মোটেল ও বিনোদনস্থান এখন জনশূন্য হয়ে পড়েছে, যার ফলে জেলার পর্যটন উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি হচ্ছে।