রাশিয়ার কস্ত্রোমা শহরে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
শনিবার (৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে ওই ক্যাফেতে আগুনের সূত্রপাত হয়। বার্তা সংস্থা তাশের বরাতে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে ওই অঞ্চলের গভর্নর সের্গেই সিতনিকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় ১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।
তাশ জানিয়েছে, একজন মাতাল ব্যক্তি ডান্স ফ্লোরে “ফ্লেয়ার গান” দিয়ে গুলি করার পর আগুন লাগতে পারে বলে জানিয়েছে জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা। আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের কস্ত্রোমা শহরটির ওই ক্যাফের আগুন স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে ক্যাফেটি যে ভবনে অবস্থিত সেখানকার আড়াই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।