রাশিয়ার হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে ‘জ্বালানি সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি সেক্টরে রাশিয়ার ধারাবাহিক হামলার কারণে সাড়ে ৪০ লাখ মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
গত কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে বেশিরভাগ জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি স্টেশন ধ্বংস হয়ে গেছে। ফলে বহু বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেছেন। প্রায় সাড়ে ৪০ লাখ মানুষ সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের অবকাঠামোয় হামলায় রাশিয়ার দুর্বলতার প্রতিফলন। রাশিয়া যে জ্বালানি সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে তা আমাদের শত্রুর দুর্বলতা প্রকাশ। তারা ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারে না, আমাদের জনগণের মনোবল এভাবে ভেঙে ফেলা সম্ভব নয়।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের আধুনিকায়ন করা উচিত। বুধবার তিনি নিজের সমন্বয় পরিষদের এক বৈঠকে একথা বলেন। পুতিন বলেন, অবশ্যই ক্রমাগত ও ধারাবাহিকভাবে অস্ত্রের উন্নতি করতে হবে, কার্যকর থাকতে হবে।
রাশিয়ার বিরুদ্ধে ‘জ্বালানি সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি সেক্টরে রাশিয়ার ধারাবাহিক হামলার কারণে সাড়ে ৪০ লাখ মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
গত কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে বেশিরভাগ জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি স্টেশন ধ্বংস হয়ে গেছে। ফলে বহু বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেছেন। প্রায় সাড়ে ৪০ লাখ মানুষ সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের অবকাঠামোয় হামলায় রাশিয়ার দুর্বলতার প্রতিফলন। রাশিয়া যে জ্বালানি সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে তা আমাদের শত্রুর দুর্বলতা প্রকাশ। তারা ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারে না, আমাদের জনগণের মনোবল এভাবে ভেঙে ফেলা সম্ভব নয়।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের আধুনিকায়ন করা উচিত। বুধবার তিনি নিজের সমন্বয় পরিষদের এক বৈঠকে একথা বলেন। পুতিন বলেন, অবশ্যই ক্রমাগত ও ধারাবাহিকভাবে অস্ত্রের উন্নতি করতে হবে, কার্যকর থাকতে হবে।